জাতীয় পরিচয় পত্র নাম সংশোধন প্রত্যয়ন নমুনা
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, আশাদ আলী, পিতা- মোঃ কেরামত মুন্ডল, মাতা- মোছাঃ কপিজান, গ্রামঃ ..................., পোঃ .................., উপজেলাঃ ...................., জেলাঃ .......................। তিনি ৬ নং জাহানাবাদ ইউনিয়ন এর একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমার জানামতে ভুলবশত তাহার জাতীয় পরিচয় পত্রে তাহার নাম- মোঃ আশাদালী লিপিবদ্ধ হইয়াছে প্রকৃত পক্ষে তাহার সঠিক নাম- আশাদ আলী ইহা সত্য বিধায় মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করিলাম।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।
স্বাক্ষর-
( মোঃ হযরত আলী)
চেয়ারম্যান
06 নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদ
মোহনপুর, রাজশাহী।
খুব সুন্দর ওয়েবসাইট টি