ভোটার এলাকা পরিবর্তন পত্রয়ন পত্র এবং ফরম


ভোটার এলাকা পরিবর্তনের প্রত্যয়ন পত্র

                 এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ আবুল হোসেন, পিতা- মৃতঃ দিল মোহাম্মাদ, মাতা- মোছাঃ গোলনাহার বেগম, গ্রাম/রাস্তা/সড়ক নংঃ জাহানাবাদ, ডাকঘর/জিপিওঃ- জাহানাবাদ, উপজেলা/থানাঃ- মোহনপুর, জেলাঃ রাজশাহী। আমার জানামতে উপরেল্লিখিত ব্যক্তি উপরোক্ত ঠিকানায় ভোটার আছে  এবং বর্তমানে তিনি নিম্নলিখিত ঠিকানায় ভোটার হইতে ইচ্ছুক ।

গ্রাম/রাস্তা/সড়ক নংঃ মুর্শিদপুর, ডাকঘর/জিপিওঃ- কোটালীপাড়া-৬২২০, ওয়ার্ড নং- ০৮ ইউনিয়ন/পৌরসভা- জাহানাবাদ, উপজেলা/থানাঃ- মোহনপুর, জেলাঃ রাজশাহী। ইহা আমার জানামতে সত্য এবং তিনি কোন প্রকার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের সহিত জড়িত নাই।


            আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।


স্বাক্ষর-


(মোঃ হযরত আলী)
চেয়ারম্যান
৬ নং জাহানাবাদ ইউ.পি
জাহানাবাদ, মোহনপুর, রাজশাহী।


ভোটার এলাকা পরিবর্তন ফরম ডাউনলোড 

ভোটার এলাকা পরিবর্তন ফর্ম-১ম পাতা

 ভোটার এলাকা পরিবর্তন ফর্ম- ২য় পাতা

 



   


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous August 21, 2024 at 6:33 PM

    আমাদের স্থায়ী ঠিকানা ঠিক করতে হবে কিন্তু কি করতে হবে

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url