পরিবেশ দুষন হচ্ছেনা মর্মে প্রত্যয়ন পত্র। Enviroment Polution Prottoyon Potro
পরিবেশ দুষন হচ্ছেনা মর্মে প্রত্যয়ন পত্র। Enviroment Polution Prottoyon Potro িট সাধারনত যারা গ্রাম বা লোকালয়ে বসবাস করে সেখানে তারা একটি মুরগী খামার বা ডেইরী খামার অথবা ছাগল এর খামার বা আরও অনেক রকমের ব্যবসা করে যার কারনে ঐ এলাকার কোন মানুষ পশু পাখি অথবা পরিবেশের কোন রকম ক্ষয় ক্ষতি হচ্ছেনা অথবা এই ব্যবসা নিয়ে ঐ এলাকার মানুষের কোন রকম অভিযোগ বা আপত্তি থাকেনা তখন এই পরিবেশ দুষন হচ্ছেনা মর্মে প্রত্যয়ন পত্র। Enviroment Polution Prottoyon Potro টি প্রদান করা হয়।
পরিবেশ দুষন হচ্ছেনা মর্মে প্রত্যয়ন পত্র। Enviroment Polution Prottoyon Potro |
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ খাঁন, পিতা- মৃতঃ খাঁন, মাতা- মোছাঃ বেগম, গ্রামঃ দুর্গাপুর, পোঃ ধোপাঘাটা, উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী। তিনি ৬ নং জাহানাবাদ ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমি তাহাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমার জানামতে তিন দীর্ঘ প্রায় ০৫(পাঁচ) বছর হইতে অদ্যবধি অত্র ইউনিয়ন পরিষদের দুর্গাপুর গ্রামে “সোহাগ ডেইরী ফার্ম” নামে একটি দুগ্ধ খামার পরিচালনা করিয়া আসিতেছেন। উক্ত খামারের কারনে কোন প্রকার পরিবেষ দূষণ হচ্ছে না এবং স্থানীয় লোকজনের এই বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদে কোন প্রকার আপত্তি বা অভিযোগ নাই।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও ব্যবসার উন্নতি কামনা করিতেছি।
স্বাক্ষর-
(মোঃ হযরত আলী)
চেয়ারম্যান
৬ নং জাহানাবাদ ইউ.পি
মোহনপুর, রাজশাহী।
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url