জমি রকম পরিবর্তন প্রত্যয়ন পত্র । Land Rokom Change Prottoyon Potro.

 জমি রকম পরিবর্তন প্রত্যয়ন পত্রটি সাধারণত কোন ব্যাংক থেকে লোন বা মামলা সংক্রান্ত কাজে লাগে। প্রত্যয়ন পত্রটি এই মর্মে প্রত্যয়ন করে যে জমিটি রেকর্ডে ডুবা, ধানী জমি বা অন্য কিছু ছিল কিন্তু বর্তমানে সেই জমিটি রেকর্ড অনুযায়ী রকমে নাই তা বর্তমানে কি অবস্থায় আছে সেটিই প্রত্যয়ন করা হয়।


প্রত্যয়ন পত্র


     এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, এস, এম রহমান, পিতা- মৃতঃ  রহমান, গ্রামঃ চকবিরহী, পোঃ জাহানাবাদ, উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী। তিনি ৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদ এর একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমি তাহাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমার জানামতে নিম্ন তফশীল বর্ণিত জমিতে বর্তমানে তিনি মাটি দ্বারা ভরাট করে পানবরজ করে পানচাষ করতেছেন ইহা সত্য।



তফসীল-

মৌজা-চক বিরহী , জে.এল নং-১৪
    
খতিয়ান নং    দাগ নং-    রকম   
প্রস্তা- ২৪         ৭৯         ধানী   
                        ৮৩        খড়বন   
    

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।


চেয়ারম্যান


৬ নং জাহানাবাদ ইউ.পি
মোহনপুর, রাজশাহী

 

জমি রকম পরিবর্তন প্রত্যয়ন পত্র । Land Rokom Change Prottoyon Potro. পিডিএফ কপি.....

জমি রকম পরিবর্তন প্রত্যয়ন পত্র । Land Rokom Change Prottoyon Potro. MS Word কপি.....


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url