একই ব্যক্তি প্রত্যয়ন পত্র কি এবং কি কাজে লাগে আর কোথায় পাওয়া যায়? What is the same person certificate and what is it used for and where can I get it?

 একই ব্যক্তি প্রত্যয়ন পত্র বলতে আমরা কি বুঝি?

একই ব্যক্তি প্রতয়ন পত্র বলতে আমরা যে টা বুঝি তা হলো- আমাদের যাদের নিজের বা পিতা-মাতার নামের বানান বিভিন্ন যায়গায় বিভিন্ন রকমের আছে কখনও কখনও নামের বানানের বিভিন্নতা এতটাই পাওয়া যায় যা দ্বারা ঐ একজন মানুষ কে না বুঝিয় অন্য মানুষ কে বুঝায়  তখন ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা হয় যে নাম আলাদা হলেও সে প্রকৃত পক্ষে তিনি একজন এবং তিনি একই ব্যক্তি।  



মনে করেন আপনার নিজের ডাক নাম একটা আর আপনার আইডি কার্ডে আরেকটি নাম লেখা আছে। আপনার পিতা বা আপনার পরিবারের কেউ ছোট বেলায় আপনার নামে একটি জমি রেজিস্ট্রি করে দিয়েছে আপনার ডাক নামে কিন্তু আপনি তা জানেন না ।  আপনি স্কুলে লেখাপড়া করার সময় আপনার যে পুরা নাম আছে সেই নামে কাগজ পত্র বা সার্টিফিকেট করেছেন এবং সার্টিফিকেট অনুযায়ী আইডি কার্ড ও করেছেন এখন আপনি বড় হয়েছেন আপনার নামে যে জমিটি আপনার পরিবার হতে দেওয়া হয়েছিলো তা এখন নামজারি বা খারিজ করতে গিয়ে দেখছেন যে আপনার পুরা নাম আরিয়ান আহমেদ রিহান কিন্ত দলীলে রেজিস্ট্রি করার সময়া শুধু রিহান আহমেদ নামে রেজিস্ট্রি করা হয়েছে তখন কি করবেন?

আপনি তো আর জমীর দলীল সংশোধন করতে পারবেন না এখন আপনাকে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা যে যেখানে বসবাস করেন সেখান হতে একটি প্রত্যয়ন পত্র নিতে হবে যে প্রত্যয়ন পত্রটি ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা দিবে সেই প্রত্যয়ন টি হলো একই ব্যক্তি প্রত্যয়ন পত্র।

একই ব্যক্তি প্রত্যয়ন পত্রের একটি নমুনা?

প্রত্যয়ন পত্র

      এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মৃতঃ সামসুল হক মৃধা, পিতা/স্বামী- মৃতঃ অছিমুদ্দিন, সাং- পাকুড়িয়া, পোঃ কোটালীপাড়া, উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী। সে অত্র ০৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্ম সুত্রে বাংলাদেশের নাগরিক। আমার জানামতে ভুলবশতঃ তাহার নাম কোথাও সামছুল হক মৃধা, আবার কোথাও সামসুল ইসলাম নামে লেখা আছে প্রকৃত পক্ষে সামছুল হক মৃধা ওরফে সামসুল ইসলাম একই ব্যক্তি এবং তিনি দুই নামেই পরিচিত ইহা সত্য।  


    আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।    

স্বাক্ষর-


মোঃ এমাজ উদ্দিন খাঁন
চেয়ারম্যান
০৬নং জাহানাবাদ ইউ,পি
মোহনপুর, রাজশাহী।

একই ব্যক্তি প্রত্যয়ন পত্র কি কি কাজে লাগে?

একই ব্যক্তি প্রত্যয়ন পত্র, জমি রেজিস্ট্রি করতে, জমি খারিজ খরতে, ব্যাংক বা এনজিও হতে লোন নিতে, মামলা সংক্রান্ত কাজের জন্যও লাগে, আইডি কার্ড সংশোধন করতে লাগে, বোর্ডে সার্টিফিকেট সংশোধন করতে, এবং যারা জীবন বীমা করেছেন তাদের বীমা দাবী পুরন করতে কারন বীমা অফিস আপনার আইডি কার্ডের সাথে অফিসের কাগজপত্রের সাথে একটি অক্ষর ও অমিল থাকলে সেটার জন্য প্রত্যয়ন পত্র নিয়ে থাকে, আবার পাসপোর্ট এবং ভিসার আবেদন করার জন্যও এই প্রত্যয়ন পত্রের প্রয়োজন হয় এছাড়াও আরও বিভিন্ন কাজে লাগে এক কথায় নামের বানান ভিন্নতার কারনে যত গুলো সমস্যার সৃষ্টি হয় সবগুলো কাজেই এই প্রত্যয়ন পত্র লাগে?

 একই ব্যক্তি প্রত্যয়ন পত্র কোথায় পাওয়া যায়?

একই ব্যক্তি প্রত্যয়ন পত্র  যারা গ্রাম এলাকায় বসবাস করে তারা ইউনিয়ন পরিষদ হতে চেয়ারম্যান এর কাছ থেকে যারা পৌরসভা এলাকায় বসবাস করেন তারা পৌরসভার মেয়র কাছ থেকে নিবেন এবং যারা শহরে সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন তারা সিটি কর্পোরেশন অথবা কাউন্সিলর এর কার্যালয় হতে নিবেন।

কিন্ত কোন কোন যায়গায় এই সার্টিফিকেট নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র  সহ আবেদন করার পর সেই কার্যালয় আপনার কাগজ পত্র যাছাই বাছাই করার পর বা আপনার এলাকায় খোজ খবর নিয়ে সার্টিফিকেট প্রদান করে বিধায় আপনার আইডি কার্ড, জমীর দলীল, খতিয়ান অথবা বীমার কাগজ পত্র সঙ্গে নিয়ে যাবেন প্রয়োজনে ফটোকপি করে নিয়ে যাবেন। তাহলে আপনাকে ঘুরতে হবেনা।।

একই ব্যক্তি প্রত্যয়ন পত্র ডাউনলোড লিংক MS Word................

একই ব্যক্তি প্রত্যয়ন পত্র ডাউনলোড লিংক PDF পিডিএফ.......



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url